জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের বুড়ো ঠাকুরের মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
২২ এপ্রিল মঙ্গলবার ৪ দিন ব্যাপীএই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন শ্রী শ্রী বুড়োর ঠাকুরের গাছতলা ধামের সভাপতি অলক কুমার সাহা।এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ বিশ্বাস, মেলার উদ্বোধক তমাল কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ হাজরা, বিজন কুমার সেন, ভবদেব সাহা, শ্যামল রঞ্জন সাধুকার প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা যায় ৪০০ বছর পূর্বে প্রজা হইতিনি রানী রাসমণি মুকিমপুর কাচারী সংলগ্ন বাবা বড় ঠাকুরের সাধন ভূমি। প্রতিবছর বৈশাখের দ্বিতীয় মঙ্গলবারে মেলার আয়োজন করা হয়। এখানে সনাতন ধর্মাবলম্বী ও বাবা বুড়ো ঠাকুরের হাজার হাজার অনুসারীরা এসে থাকেন।
চারদিনব্যাপী এই অনুষ্ঠানে পদাবলী কীর্তন, রাধাগোবিন্দ লীলা কীর্তন,মাতুয়া সমাবেশ ও মাতুয়া কীর্তন সহ কবি গান গেয়ে অনুষ্ঠান হবে।