ঢাকাSaturday , 20 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সাংবাদিকদের সাথে ধানের শীষ প্রতিকের প্রার্থী মনিরুলের মতবিনিময়।

দেশ চ্যানেল
December 20, 2025 12:27 pm
Link Copied!

জেলা প্রতিনিধি , নড়াইল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল একাংশ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম লোহাগড়া উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে লোহাগড়া প্রেস ক্লাব হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।    সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর।

সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

প্রেস ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সচিব ইকবাল হাসান শিমুলের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংবাদিক সরদার রইচ উদ্দীন টিপু, মনির খান, কাজী ইমরান, জাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই-সংগ্রামের পর দলের প্রতি নিষ্ঠা ও জনগণের ভালবাসার কারণে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছি। এটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। এই যাত্রায় সকল সাংবাদিকদের সমাজের গঠনমুলক আলোচনা সমালোচনা, পরামর্শ ও সহযোগিতা আমার সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, বিএনপির সকল নেতা-কর্মী, সমর্থকরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের রাজনৈতিক ঐক্যের পাশাপাশি সাংবাদিক ও সচেতন নাগরিকদেরও ভূমিকা অপরিহার্য।

মতবিনিময় শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপারসন ও সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST