জেলা প্রতিনিধি নড়াইল
লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কোটাকোল বায়তুল ফালাহ দাখিল মাদ্রাসা মাঠে এই আলোচনাসভা ও দোয়ার আয়োজন করা হয়।
কোটাকোল ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিএমএ রকিব টুলু’র সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীর পরিচালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক চন্দন, নড়াইল জেলা কৃষকদলের সভাপতি মো: নবীর হোসেন, যুবদল নেতা শফিক তারিক, লোহাগড়া পৌর বিএনপির সহ সভাপতি এস এম শাহিন বিপ্লব, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যাসহ প্রমূখ।
আলোচনাসভায় এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমি আপনাদের সন্তান। আপনারা সকলে মিলেমিশে ধানের শীষ প্রতীকে ভোট দিন। ধানের শীষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষে ধানের শীষে ভোট দিন।
সভাশেষে জসিম উদ্দিনের সঞ্চালনায়, বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

