ঢাকাMonday , 26 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সেনা অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা সহ,গ্রেফতার ৪-

দেশ চ্যানেল
January 26, 2026 4:25 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদক কেনাবেচার টাকা উদ্ধার করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন আহমেদ সাদাব হাসানের নেতৃত্বে যৌথ বাহিনী  লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি এবং নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মহাজন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯৯ পিস ইয়াবা, এক লক্ষ বার হাজার ছয় শত ৫০ টাকা, চাপাতি ৩টি, রামদা ৩টি, চাকু ৩টি, একটি চাইনিজ কুড়াল, দুটি পাসপোর্ট, একটি আরা,৭টি মোবাইল ফোন, একটি চেক বই, এক রিম ফয়েল পেপারসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, কুমড়ি পূর্বপাড়ার চান মিয়া সরদারের ছেলে রাসেল সরদার (২৪), লুটিয়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩২), মহাজন গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে ইফতার মোল্যা (৩৫), দিঘলিয়া গ্রামের জামিল হোসেনের ছেলে এনামুল হক আকাশ (২৫)।

অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃতদের লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত)অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST