শার্শা উপজেলা প্রতিনিধি
শহীদি মার্চ, আজ ৫এ সেপ্টেম্বর দেশ ব্যাপি শহীদি মার্চ কর্মসূচি পালন,
আয়োজনেঃযশোরের শার্শা উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা,
উক্ত কর্মসূচিটি নাভারণ বাজার হাইস্কুল থেকে শুরু করে, নাভারণ শহীদ জাবিরের মোড় (সাতক্ষীরা মোড়) এ গিয়ে শেষ হয়।
উক্ত কর্মসূচিতে র্যালি শেষে আলোচনায়, শার্শা উপজেলার ছাত্র জনতার প্রতিনিধি ইব্রাহিম খলিল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাড়াতে হবে, এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তিনি আরো বলেন শার্শার কৃতিসন্তান শহীদ জাবির ভাইয়ের সৃতি হিসাবে, একটা চত্বর বানাতে হবে, আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, যারা অন্যায় ভাবে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে, সে সকল খুনিদের ফাঁসি দিয়ে, বাংলাদেশকে খুনি ও সৈরাচার মুক্ত করতে হবে,
আর শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করবে, তাদেরকে ছাড় দেওয়া হবেনা।
এসময় শহীদ জাবিরের পিতা তিনি বলেন, আমার ছেলে দেশের বৈষম্য বিরোধী মানুষের মুক্তির জন্য জিবন দিয়েছে, তাদের এই রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা,।