ঢাকাSaturday , 27 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শিকড়ের টানে মুন্ডারা: অস্তিত্ব রক্ষায় নতুন অঙ্গীকার।

দেশ চ্যানেল
December 27, 2025 2:13 pm
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ

শনিবার (২৭ ডিসেম্বর) ২০২৫ নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরস্বতিপুরে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ১৫তম আঞ্চলিক মুন্ডা সম্মেলন-২০২৫। বাংলাদেশ লুথারেন চার্চ প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষা, অধিকার আদায় এবং সামাজিক অগ্রগতির লক্ষ্যে একাত্ম হন বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা।

‘জেগে উঠুক মুন্ডা সমাজ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জাগকে উঠুক মুন্ডা সংগঠনের আহ্বায়ক দেবেন্দ্রনাথ পাহান। সম্মেলনে নওগাঁসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুন্ডা জনগোষ্ঠীর নারী-পুরুষ, বৃদ্ধ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তারা মুন্ডা সম্প্রদায়ের বর্তমান আর্থ-সামাজিক অবস্থা এবং ভূমি অধিকারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন:

লক্ষণ মুন্ডা: সাধারণ সম্পাদক, বৃহত্তর সিলেট মুন্ডা সমাজকল্যাণ পরিষদ।

সুভাষ চন্দ্র হেমব্রম: সাংগঠনিক সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ।

কালীপদ সরকার: বাসদ নেতা, মহাদেবপুর।

জয়নাল আবেদীন মুকুল: উপদেষ্টা, জাতীয় আদিবাসী পরিষদ ও বাসদ নেতা।

আসির উদ্দীন: এলাকা সমন্বয়কারী, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ।

মজনুর রহমান: প্রধান শিক্ষক, পত্নীতলা উচ্চ বিদ্যালয়।

বক্তারা বলেন, মুন্ডা জনগোষ্ঠী এদেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের ভাষা, সংস্কৃতি এবং ভূমি অধিকার রক্ষায় রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ আরও জোরদার করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের মুন্ডা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের মূলধারায় অবদান রাখার আহ্বান জানানো হয়।

এবারের সম্মেলনের অন্যতম বিশেষত্ব ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সম্মেলনে উপস্থিত তরুণরা তাদের নিজস্ব সংস্কৃতি এবং পরিচয় নিয়ে গর্ববোধ করার শপথ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গান ও নাচের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সম্মেলন শেষে উপস্থিত প্রতিনিধিরা মুন্ডা সমাজের উন্নয়নে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST