ঢাকাWednesday , 20 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সড়ক নিরাপত্তায় ফিটনেসবিহীন গাড়ি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে-ডিসি।

দেশ চ্যানেল
August 20, 2025 2:12 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় পেশাদার গাড়ি চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১১ ঘটিকায় জেলা পরিষদের ডাকবাংলো সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ।কর্মসূচির অংশ হিসেবে ডাটাবেজ তৈরি,ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং বিশেষ পোশাক বিতরণ করা হয়।প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃজাহিদুল ইসলাম মিঞা বলেন-সম্প্রতি উৎসবগুলোতে আমরা রাস্তা-ঘাটে সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি দেখেছি।সড়ক দুর্ঘটনা রোধে সড়ক ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে।সেই লক্ষ্যে ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ পত্র প্রদানডাটাবেজ তৈরি এবং বিশেষ পোশাক বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।জেলা প্রশাসক আরো বলেন-যোগ্যদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে,সড়ক নিরাপত্তায় ফিটনেসবিহীন গাড়ি বন্ধে কার্যকর উদ্যাগ নিতে হবে।প্রশিক্ষণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আমাদের নাগরিকদের জীবন রক্ষা করতে চাই।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃএ এফ এম মুশিউর রহমান,বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর ও জেলা বাস মালিক সমিতির নেতারা।প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয় উৎসব পরিবহনের ৯ জন,সিটি বন্ধন পরিবহনের ২০ জন,বন্ধু পরিবহনের ১২ জন,বাঁধন পরিবহনের ৮ জন এবং নিউ আনন্দ পরিবহনের ৪ জন চালক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST