মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
জমি সংক্রান্তের জেরে নিজেদের পিতাকে মারাত্মকভাবে রক্তাক্ত আহত করেছে সন্তানেরা।রবিবার সকালে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় ঘটনাটি ঘটে।প্রকাশ্যে দিবালোকে নিজ বাড়ির সামনে বৃদ্ধ আব্দুর রহিম মিয়া(৭০) কে তার নিজ সন্তান জহিরুল ইসলাম,সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা এবং নাতি সহ কথা কাটাকাটির এক পর্যায়ে কিল ঘুষি মারলে বৃদ্ধ রহিম মিয়া মাটিতে লুটিয়ে পড়ে।বৃদ্ধ রহিম মিয়েকে তার ছেলে মেয়ে ও নাতিরা পর্যায়ক্রমে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকলে নাক,মুখ ও কান এবং শরীরের বিভিন্ন অঙ্গ হতে রক্ত ঝরতে থাকে এবং মারাত্মকভাবে আহত হন।বৃদ্ধ রহিম মিয়ার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলেও সন্তানেরা তার বৃদ্ধ পিতাকে মারধর করতে থাকে।পরবর্তীতে বৃদ্ধ পিতার অবস্থা বেগতিক দেখে সন্তানদের প্রতি এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলে,সন্তানেরা বৃদ্ধ পিতাকে মারধর করা থেকে সরে যায়।পরে এলাকাবাসীর সহায়তায় মারাত্মক রক্তাক্ত আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা যায়ঃবৃদ্ধ রহিম মিয়ার প্রথম স্ত্রী মৃত্যুবরণ করলে,সন্তানদের ইচ্ছাতেই তিনি দ্বিতীয় বিয়ে করেন।রহিম মিয়ার দুটি বাড়ির মধ্যে একটি বাড়ি সন্তানদের সাফ কবলা লিখে দিয়েছেন।এখন সন্তানদের দাবি দ্বিতীয় বাড়িটি তিনি বিক্রি না করে সন্তানদের নামে লিখে দিতে হবে।কিন্তু দ্বিতীয় বাড়িটি রহিম মিয়া সন্তানদের নামে লিখে দিবে না জানালে,সন্তানদের মধ্যে বিপত্তি ঘটে।এই নিয়ে ঘটনার সূত্রপাত শুরু হয়।ঘটনার ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম বলেন-উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় বৃদ্ধ পিতাকে সন্তানেরা জমি সংক্রান্ত ব্যাপারে রক্তাক্ত আহত ঘটনা ঘটিয়েছে।এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় এসে কেউ অভিযোগ দেয়নি,ঘটনার ব্যাপারে যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে অপরাধীর বিরুদ্ধে তদন্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।