ঢাকাFriday , 6 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যা ৭ টায় হত্যা রাত্র ৯ টায় পাঁচ আসামী গ্রেফতার!

দেশ চ্যানেল
October 6, 2023 10:10 am
Link Copied!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো :

খুলনা মহানগরী সোনাডাঙ্গা থানাধীন গোবর চাকা গাবতলা এলাকায় প্রতিপক্ষর গুলিতে ইমন ( ২২) নামে এক যুবক হত্যাকাণ্ডের সাথে জড়িত ৫ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে খুলনা মহানগর পুলিশ সোনাডাঙ্গা থানা।
নিহত ইমন পেশায় একজন রংমিস্ত্রি ইমনের বাবার নাম সানোয়ার হোসেন।
ঘটনাটি ঘটেছে গতকাল ৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় খুলনা গোবর চাকা এলাকায়।
হত্যা ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের তথ্য আজ ৬ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় খুলনা সোনাডাঙ্গা মডেল থানার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এর মাধ্যমে মেট্রোপলিটন পুলিশের সাউথ জনের ডেপুটি পুলিশ কমিশনার মোঃ তাজুল ইসলাম খুলনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করেন।
এ সময় তিনি সাংবাদিকদের ইমন হত্যার তথ্য বিবরণ তুলে ধরে জানান গতকাল রংমিস্ত্রি ইমন হত্যাকান্ডের ঘটনা আমাদের নলেজে আসার সাথে সাথে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের আটকের লক্ষে নগরীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট ও তল্লাশির অভিযান পরিচালনা শুরু হয়।
আর সেই অভিযান তৎপরতার ভিত্তিতে নগরীর ময়ূর ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশী চেকপোস্ট চলাকালীন অবস্থায় দুইজন মোটরসাইকেল আরোহীকে সন্দেহজনক ভাবে চেক করার উদ্দেশ্য গতিরোধ করে তাদের দেহ তল্লাশি করলে তাদের মধ্য জুবায়ের নামক একজনের কোমর থেকে এক রাউন্ড গুলি সহ একটি দেশীয় রিভলভার উদ্ধার করতে সক্ষম হয়। এবং পরবর্তীতে তাদের দুইজনকে পুলিশের বিভিন্ন কৌশলে জেরা করার মধ্য দিয়ে বেরিয়ে আসে ইমন হত্যাকাণ্ডের রহস্য।
তাছাড়া তাদের স্বীকারোক্তিতে এ ঘটনার সাথে জড়িত থাকা আরও তিনজনকে নগরীর বিভিন্ন এলাকা থেকে আটক করে সোনাডাঙ্গা থানার একটি চৌকস দল।
তাছাড়া আটককৃত আসামিদের মোবাইলের কল লিস্ট সন্ধান করে এ ঘটনায় মোট ১৭ জনের সম্পৃক্ততা পাওয়া যায় এবং বাকি ১২ জনকে আটকের অভিযানে সক্রিয় রয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ বাহিনী।
এ সময় ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম উপস্থিত গণমাধ্যমকে জানান হত্যাকাণ্ডটি মাদক অস্ত্র অথবা এলাকার আধিপত্যর প্রভাব বিস্তারের বিরোধ নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ ।
এসময় তিনি আরো বলেন আমাদের বর্তমান কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক খুলনায় যোগদানের পর তানার অকুণ্ঠিত ভূমিকা ও আইনের প্রতি শ্রদ্ধার বিচক্ষণতায় সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার লক্ষ্যে একের পর এক অভিযান অব্যাহত রেখে নগরীর বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারী উচ্ছেদ অস্ত্রসহ সন্ত্রাসী আটক প্রতারক চক্র ভূমিদস্য মোবাইল পর্নোগ্রাফি জুয়াড়ি ইফটিযার সহ সমাজের কিশোর মাস্তানদের বিরুদ্ধে সক্রিয় অবস্থানে থেকে পুলিশ বাহিনীদের সজাগ দৃষ্টি রেখে সমগ্র খুলনা জুড়ে চিরুনি অভিযান চালিয়ে এদের নির্মূল করার কথা বলেছেন।
তাছাড়া তানার তৎপরতা ও একাগ্রতা খুলনা জুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন চোর চক্রের সিন্ডিকেট আন্তজেলা ডাকাত বাহিনী সহ নগরী থেকে বিভিন্ন সময়ে চোরাইকৃত মোটরসাইকেল ইজিবাইক ডাকাতি হওয়া মালামাল সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ বাহিনী। তাছাড়া সামনে জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়দিন বাকি নির্বাচনে কোন অপশক্তি ও দুষ্কৃতকারীরা কোনক্রমে কোনো বড় ধরনের নাশকতা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।
পরে ডেপুটি কমিশনার তাজুল ইসলাম বলেন ইমন হত্যার সকল আসামিদের অতি দ্রুত যেকোনো উপায়ে আটক করা হবে। এবং আটককৃতদের নামে হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST