মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামোর ৩১ দফায় ধর্মের যে বিষয় রয়েছে তা বাস্তবায়ন করতে পারলে সমাজে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টানের মধ্যে কোন বৈষম্য থাকবে না। শান্তিতে বসবাস করতে পারবে দেশের প্রতিটি মানুষ। গতকাল সোমবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকায় দুর্গা মন্দিরে সনাতন ধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি এসময় আরো বলেন, শারদীয় দূর্গাপূজাকে আরও উৎসব মুখর করতে দলের এবং তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মিরা আপনাদের এ উৎসবকে তাদের নিজের উৎসব মনে করে তারা আপনাদের পাশে থাকবে। এবং ভবিশ্যতেও আপনাদের সুখে দুখে পাশে থাকবে। আমরা সকলে মিলেমিশে এই সমাজটাকে গড়বো এটাই আমাদের আশা। বর্তমান সময়ে বাংলাদেশের নতুন স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতে চাই,যে গনতন্ত্রের স্বাদ ভোগ করতে চাই,আমরা আশা করি সমাজের প্রত্যেকটা মানুষ সেই গনতন্ত্র এবং স্বাধীনতাকে যেন ভোগ করতে পারে সেটাই আমাদের প্রচেষ্টা। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমাদের প্রত্যেকটি নেতা কর্মি মানুষের পাশে থেকে সমাজের প্রত্যেকটি মানুষকে খুশি করে, ভালবাসা দিয়ে আমাদের দলের প্রতি ভালবাসা নেয়ার চেষ্টা করবে,এটাই আমি আশা করি। কারন ভালবাসা দিয়ে যদি কিছু আদায় করা যায় সেটা সহজে শেষ হয়না। এসময় উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব মুন্সি, কালকিনি উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল সহ স্থানীয় বিএনপি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।