ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধ
সমগ্র বাংলাদেশে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নতুন ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৮০টি সমাপ্ত
উন্নয়ন প্রকল্প ও ৪৩০টি ছোট নদী/খাল/জলাশয়ের পুনঃখনন প্রকল্পের অংশ হিসেবে “নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলাধীন জবাই বিল বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্প (১ম সংশোধিত)” এর
শুভ উদ্বোধন ঘোষনা করেছেন মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি উল্লেখিত প্রকল্প সমুহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
“নওগাঁ জেলার সাপাহার ও পোরশা উপজেলাধীন
জবাই বিল বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্প (১ম সংশোধিত)”এর শুভ উদ্বোধন উপলক্ষে সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফইজুর রহমান,
সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, (এলজিইডি)র উপজেলা প্রকৌশলী মোঃ তাহাজ্জদ হোসেন, ওসি (তদন্ত)রায়হান কবির, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার,পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম,গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান (জামান) পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,ইউপি সদস্যগণ,সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।