ঢাকাMonday , 4 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু।

দেশ চ্যানেল
August 4, 2025 11:44 am
Link Copied!

ছাদেক উদদীন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে বিশধর সাপের কামড়ে সা”আদ (১২) নামের মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পিছলডাঙ্গা মদিনাতুল উলুম শিশু সদন কাওমী মাদ্রাসার শয়ন ঘরে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, শিশু শিক্ষার্থী সা”আদ ওই রাতে লেখা পড়া শেষে সহপাটিদের সাথে মাদ্রসা ঘরের মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মাটির মেঝের ওই ঘরে বিশধর সাপ বেরিয়ে সা”দের গলায় ছোবল মারে। সাপের কামড়ে শিক্ষার্থী সা”আদ চিৎকার করতে থাকলে মাদ্রার অন্যান্য শিক্ষার্থী ও মাদ্রাসার প্রধান শিক্ষক তৎক্ষনাত সাপটিকে ঘরের মধ্যে দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে এবং সাপের কামড়ে আহত সা”আদকে স্থানীয় ওঁঝা কবিরাজের নিকট নিয়ে গিয়ে ঝাঁড় ফোক করতে থাকে। একসময় তার অবস্থা খারাপ হতে থাকলে রাতেই শিশু সা”আদকে সাপাহার উপজেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসধীনাবস্থায় রাত্রি ২টার দিকে তার মৃত্যু হয়। সাপের কামড়ে মৃত সা”আদ পাশর্^বর্তী চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্থাপুর উপজেলার ইসলামপুর গঞ্জের মো: সারাফত আলীর ছেলে। শিশুটি ওই মাদ্রাসায় মক্তব বিভাগে সবে মাত্র কয়েক দিন পূর্বে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেছিল বলে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও: আব্দুর রাকিব জানিয়েছেন। মাদ্রাসাটি পাকা হলেও ঘরের মেঝেগুলি রয়েছে কাঁচা মাটির, যত্র তত্র ফাটল ও গর্ত থাকায় সেখানে আরও সাপ বাসা বেধে থাকতে পারে বলে স্থানীয়রা মনে করছেন, সে সাথে অবিলম্বে মাদ্রাসার প্রতিটি ঘরের মেঝেগুলি পাকাকরনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST