নজরুল ইসলাম:
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি- বার্ষিক নির্বাচন চলছে।
আজ শনিবার (৯ মার্চ) নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬২৮ জন ভোটার বিরতিহীন ভাবে তাদের ভোটাধিকার ভোট প্রয়োগ করবেন বলে জানা গেছে।
চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক পদে গোলাম রব্বানী তালুকদার এর প্যানেলে ১৭ জন, চেয়ারম্যান পদে প্রফেসর মো: গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক পদে তফিজ উদ্দিন এর প্যানেলে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। দুটি প্যানেল মোট ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে যুগ্ম কোষাধ্যাক্ষ পদে আনসানরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এসএম মনোয়ার হোসেন বলেন, সু্ষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠন হবে।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার রিটার্নিং অফিসার মো: আব্বাছ আলী খান বলেন, জেলা অবসর সরকারি কর্মচারী কল্যান সমিতি তিন বছরের জন্য সুষ্ঠু ভোটের মাধ্যমে চেয়ারম্যান ১জন, ভাইস চেয়ারম্যান ২জন, সাধারন সম্পাদক পদে ১জন, যুগ্ম সম্পাদক ১জন, কোষাধ্যাক্ষ ১জন, যুগ্ম কোষাধ্যাক্ষ ১জন, কার্যনির্বাহী সদস্য ১০জন নির্বাচিত হবে।