ঢাকাSunday , 21 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে রোভার স্কাউটদের প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্প।

দেশ চ্যানেল
December 21, 2025 4:29 pm
Link Copied!

 মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম

“বন্ধুত্বের বন্ধন, সেবায় সৌহার্দ্য”—এই স্লোগান সামনে রেখে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে চার দিনব্যাপী প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্প–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৮ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় ক্যাম্প ফায়ারের মাধ্যমে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এবং হবিগঞ্জ জেলা রোভার সম্পাদক  রণজিৎ কুমার  দাস, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার,হিসাববিজ্ঞান প্রধান মঈন উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও হবিগঞ্জ জেলা রোভার কমিশনার মো. জাহির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল বারী খান শাকিল।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্যাম্প সচিব জগদীশ দেবনাথ কোষাধ্যক্ষ এ কে এম মাহবুবুর আর. এস.এল, প্রশিক্ষকবৃন্দ সাবেক রোভার মেট প্রমুখ। ক্যাম্পে অংশগ্রহণকারী মধ্যে শাহিদা আক্তার নুহা বলেন, ‘এই ফ্রেন্ডশিপ ক্যাম্প আমাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব গড়ে তুলতে সহায়ক হয়েছে। দলগত কাজ, শৃঙ্খলা ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বগুণ শেখার সুযোগ পেয়েছি। এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিত হলে রোভার স্কাউটদের দক্ষতা আরও বাড়বে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST