মধুপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরে বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাঁশ ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে— জগদীশপুর বিট অফিসার গুলাম কাদির সহজ-সরল ও স্বল্প পুঁজির বাঁশ ব্যবসায়ীদের আইনের ভয় দেখিয়ে ফাঁদে ফেলে নিয়মিত অর্থ আদায় করে আসছেন।
ভুক্তভোগীদের দাবি, অফিসারের এমন আচরণে ক্ষোভ ও ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১১ জুলাই বিকেলে ওমর আলী নামে এক বাঁশ ব্যবসায়ী তেলিয়াপাড়া বেহুইয়া বাজার থেকে কনকাইজ বাঁশ ক্রয় করে গাড়িতে করে আনছিলেন। পথে নোয়াআটি মোড় এলাকায় জগদীশপুর বিট অফিসার গুলাম কাদির তার ফোর্সসহ গাড়িটি আটক করে অফিসে নিয়ে যান,তারপর প্রথমে ভুক্তভোগী ওমর আলী ও তার বিয়াই সেলিম মিয়ার কাচে ৫০ হাজার টাকা দাবি করেন বিট অফিসার গুলাম কাদের।
না হলে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেন। পরবর্তীতে ওমর আলীর বিয়াই,সেলিম মিয়া, বাঁশ ব্যবসায়ী বাবুল মিয়া কে ফোনে এবি-সয়ে অবগত করেন, তখন বাবুল মিয়া ও গাড়ির মালিক কবির মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে মধ্যস্থতা করেন ৩১ হাজার টাকা, ‘মামলা না দেওয়ার’ শর্তে সমঝোতা হয়।
নিরুপায় হয়ে ওমর আলী তার স্ত্রীকে ফোন করে টাকার ব্যবস্থা করতে বলেন। পরে তার স্ত্রী টাকার ব্যবস্থা করে বিট অফিসারের প্রতিনিধি বাবুল ও কবিরের হাতে অর্থ তুলে দেন।
এ সময় বিট অফিসার গুলাম কাদির, ওমর আলী ও তার বিয়াই সেলিম মিয়াকে সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন। সেলিম মিয়া এতে আপত্তি জানালে অফিসার হুমকি দেন—অভিযোগ করলে তোমাদের নামে মামলা দেব।
ঘটনা প্রকাশের পর ২৪ সেপ্টেম্বর সাংবাদিকরা এ বিষয়ে বিট অফিসার গুলাম কাদিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে বলেন, “গরিব মানুষ অনুরোধ করায় গাড়ি ছেড়ে দিয়েছি।
ভুক্তভোগীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও আদায়কৃত টাকা ফেরতের দাবি জানিয়েছেন।

