ঢাকাTuesday , 21 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বঙ্গবন্ধু সৈনিক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির ২য় সভা অনুষ্ঠিত।

Link Copied!

 জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ নেতৃত্বে রুপকল্প-২০৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়া বঙ্গবন্ধু সৈনিক লীগ ঝিনাইদহ জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১শে মে) বিকাল ৩টায় ডিসি কোর্টের বিপরীত পাশে অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক লীগ ঝিনাইদহ জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব ফিরোজ আলী বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগ শৈলকূপা উপজেলা শাখার আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য জনাব আনোয়ার হোসেন মন্জু অরুপে  আব্দুর রহমান খান লিটন।উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ ঝিনাইদহ জেলা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য আয়ুব হোসেন, সদস্য আব্দুল আলীম তরফদার, সদস্য আতিয়ার রহমান, ইসমাইল হোসেন, সদস্য মোস্তফা কামাল,ঝিনাইদহ সদর উপজেলা শাখার আহ্বায়ক মিঠু মাষ্টার, মহেশপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু তাহের, হরিণাকুন্ডু উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান আলী, কোটচাঁদপু ঊপজেলা শাখার সোহেল রানা সোহাগ, হরিণাকুন্ডু পৌর শাখার আহ্বায়ক আসাদুজ্জামান, কোটচাঁদপুর উপজেলা শাখার শরিফুল ইসলাম, বাদল ঢালী, হরিণাকুন্ডু উপজেলা শাখার সদস্য আমিরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য আনিচুর রহমান ও আতাউর রহমানসহ আরও অনেকে।

সভায় বক্তব্য প্রদান কালে বক্তাগণ বলেন স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। সামনে আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগ ঝিনাইদহ জেলা শাখার সম্মেলন সুন্দর ভাবে  সম্পন্ন করতে হলে সম্মেলন প্রস্তুতি কমিটির ব্যাপক ভুমিকা পালন করতে হবে সেই লক্ষ্যে সকল সদস্যবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এখন থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মিটিং শেষে আলোচনা সভার সম্মানিত সভাপতি ও বঙ্গবন্ধু সৈনিক লীগ ঝিনাইদহ জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব ফিরোজ আলী বিশ্বাস সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপনী ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST