জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
তেঁতুলিয়া বাংলাবান্ধায় বুধবার ১৩ মার্চ সকালে কাজের উদ্দেশ্যে অটো রিকশায় যাচ্ছিল ৪ জন পাথর শ্রমিক,পথে পাগলিডাঙ্গী নামক স্থানে পিছন থেকে পাট বাহী ট্রাক এসে অটোরিকসাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক অতুল বর্মন(৫৫) শ্রমিককে মৃত ঘোষনা করে । এতে আরোও তিন জন অহত হয় ।
মৃত অতুল বর্মন(৫৫) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া শুকানপুকুর এলাকার মৃত সাইনি বর্মনের পূত্র। এই দুর্ঘটনায় প্রানে বেচে যায় ঝাপু (৪০) – পুষ্পা রানী (৩৫) দম্পতি, তাদের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার ডেহার বাংরোড এলাকায়।
বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরতই খুদা মিলন জানান ,ট্রাক ও অটোরিকশা দুটি বাংলাবান্ধার দিকে যাচ্ছিলো ,ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে একজন পাথর শ্রমিক নিহত হয় ।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আমরা সংবাদ পেয়েছি ট্রাকটির চালক দুর্ঘটনার পর পালিয়ে গেলে অন্য চালক দিয়ে ট্রাকটি পাট নিয়ে ভারতে গেছে। আমরা ট্রাকটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।