মো আমিরুল ইসলাম
জেলা প্রতিনিধি পঞ্চগড়
৩০ হাজার টাকার পরকীয়া প্রেমিককে হত্যা অপর দিকে
ইজিবাইক ছিনতাইয়ে ভাইয়েরাকে হত্যা করেন ভায়রা
সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের পুলিশ সুপার।
মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে খুনী ভাড়া করে পঞ্চগড়ের সদর উপজেলার কৃষক টাবুল বর্মনকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেন পরকীয়া প্রেমিকা ললিতা রানী অপরদিকে জেলার বোদা উপজেলায় ইজিবাইক ছিনতাইয়ের জন্য ভায়রা ইজিবাইক চালকনুরুল ইসলামকে সহযোগীদের নিয়ে হাতপা বেধেঁ শ্বাসরোধে হত্যা করেন ভায়রা জালাল। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়ে উদ্ধার হওয়া দুইটি মরদেহের হত্যাকান্ড নিয়ে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহ, ডিবির ওসি মোজাফফর হোসেন, সদর থানার ওসি প্রদীপ কুমার রায়, বোদা থানার ওসি মোজাম্মেল হক সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত
ছিলেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডেলোপাড়া এলাকায় একটি আম বাগানের ড্রেন থেকে কৃষক টাবুল বর্মনের মরদেহ ও বিকেলে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সাওতালপাড়া ঘাট এলাকা থেকে হাতপা বাধাঁ অবস্থায় ইজিবাইক চালক নুরুল ইসলামের মরদেহ উদ্ধার
করা হয়।