মিলন হোসেন বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর থানার মাদক বিরোধী অভিযানে ৭৭৫ বোতল ফেন্সিডিল সহ মোছাঃ সুমা খাতুন (২৫) নামে একজন নারী মাদক ব্যবসায়ি কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোছাঃ সুমা খাতুন বগুড়া সদর উপজেলার কুকরুল মধ্যপাড়া এলাকার মোঃ মেহেদী হাসান বাবলার স্ত্রী।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ।
আজ সোমবার (১১ মার্চ) বগুড়া সদর থানার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা পৌণে ১টার দিকে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের কুকরুল মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বগুড়া সদর থানা পুলিশ।
এ সময় ৭৭৫ বোতল ফেন্সিডিল সহ সুমা খাতুনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।