নিত্যানন্দ মহালদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি,
খুলনার বটিয়াঘাটায় ব্লাস্ট আয়োজিত জেলা লিগাল এইড এর সাথে মতবিনিময় সভা বটিয়াঘাটা ইউনিয়ন সন্মেলন কক্ষে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম,সিনিয়ার সহকারী জজ জেলা লিগাল এইড খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ফাতেমা খন্দর ইমা,জেলা লিগাল এইড খুলনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব চিরঞ্জিত রায়, ইউপি সদস্য যথাক্রমে বিবেক বিস্বাশ হিমাংশু মন্ডল, শিক্ষক সমির সরকার, পবিত্র বৈরাগী, কিংকর ,মহিলা মেম্বার যথাক্রমে পপি তরফদার, রমা রানী মন্ডল, লিপিকা রানী জোদ্দার, সহ দীপ্তি মল্লিক, ভারতী অপরাজিতা নেটওয়ার্ক নেত্রী, এন জিও কর্মী শান্তনু কুমার মন্ডল প্রমূখ ।