মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ (হিজলা- মেহেন্দিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান লাঙ্গল প্রতীক বুঝে নিলেন।
আজ (১৮ ডিসেম্বর) সকাল ১০ বরিশাল বিভাগীয় রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম কাছ থেকে লাঙ্গল প্রতীক বুঝে নেয়। এসময় জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মিজানুর রহমানের সাথে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু মুসাসহ মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এদিকে প্রতীক বরাদ্দ পেয়ে আলহাজ্ব মিজানুর রহমান জানান, আমি মেহেন্দিগঞ্জ বাসীর দোয়া ও সর্মথন কামনা করেন। তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মেহেন্দিগঞ্জ বাসী তাকে বিজয়ী করবে এবং তিনি মেহেন্দিগঞ্জ বাসীর উন্নয়নে কাজ করে যাবেন।