ভালুকা উপজেলা প্রতিনিধি:
মহান মে দিবস আন্তর্জাতিক (শ্রমিক দিবস) উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (০১মে) বুধবার সকালে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম উপজেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বেড় হয়ে ঢাকা ময়মনসিংহ সড়ক প্রদক্ষিন শেষে আবার সংগঠনটির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মানিক ফফিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মুন্সির সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা তাঁতী লীগ সভাপতি এস এম কামরুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মটরযান কর্মচারীম শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ গোলাম মোস্তফা, আঃ সাত্তার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম হামিদ, শামিম শেখ প্রমূখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।