মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
ভোলার মেঘনায় ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়ার ৭দিন পর পারভেজ (২৮) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে মেঘনার জোরখাল পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পারভেজ ট্রলারের মালিক আঃ রাজ্জাকের ছেলে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আঃ রাজ্জাক। বাবা ও ছেলের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের পূর্বচর সুলতানি গ্রামের বাসিন্দা।
ভোলা নৌ -পুলিশের পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে জেলেরা নৌ-পুলিশকে জানায়। পরে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আনার পর ওই পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন এসে লাশটি পারভেজ এর তা নিশ্চিত করে এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি রাত ১টার দিকে মনপুরা থেকে মেহেন্দিগঞ্জ যাওয়ার পথে প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায় একটি ট্রলার। সে সময়ে ট্রলারে থাকা ৫জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন বাবা ও ছেলে। ঘটনার ২ দিন পর ট্রলারটি উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলো বাবা- ছেলে।রোববার ছেলের মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন বাবা।