ঢাকাThursday , 13 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামপালে রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিন কিডস ও আর্থিক অনুদান বিতরণ।

দেশ চ্যানেল
June 13, 2024 12:50 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা ||

বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত ৪ টি ইউনিয়নের ৮০০ ক্ষতিগ্রস্তের মাঝে আর্থিক অনুদান ও হাইজিন কিডস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১২ টায় উপজেলার শ্রীফলতলা স. প্রা. বিদ্যালয়ে সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার সদর ইউনিয়নের ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

প্রতি পরিবারকে ৬,০৬০ টাকা, ১ টি বালতী, ১ টি মগ, ৪ টি সাবান, ১ কেজি ডিটার্জেন্ট পাউডার, ২ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন ও ১০ টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়।

একইভাবে উপজেলার পেড়িখালী ইউনিয়ন, ভোজপাতিয়া ইউনিয়নসহ রামপাল সদর ইউনিয়নের মোট ৮ শত ক্ষতিগ্রস্ত পরিবার এ সহযোগীতা প্রাপ্ত হন।

স্টার ফান্ড, বাংলাদেশ ও নবলোক এনজিও’র সাইক্লোন রেমাল -রিলিফ এ্যান্ড আর্লি রিকভারী প্রকল্পের আওতায় নগদ অর্থ ও হাইজিন কিডস বিতরণ করা হয়। রামপাল উপজেলা নির্বাহী কার্মকর্তা রহিমা সুলতানা বুশরা তত্ত্বাবধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্মকর্তা মো. মতিউর রহমান এ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ এ প্রকল্প বাস্তবায়ন করেছেন। সার্বিকভাবে কাজটি পরিচানা করেন, নবলোক এর সাইক্লোন রেমাল রিলিফ এ্যান্ড আর্লি রিকভারীর সমন্বয়কারী পল্লব রায়। এ সময় প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, প্রকল্পে ফিল্ড ফ্যাসেলিটেটর পলি মজুমদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST