ঢাকাWednesday , 6 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সাজেকে বনানি বন বিহারে কঠিন চীবর দান উপলক্ষে উদযাপন কমিটির পরিস্কার পরিচ্ছন্ন অভিয়ান

দেশ চ্যানেল
September 6, 2023 6:44 am
Link Copied!

রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার বৃহত্তর সাজেক ইউনিয়নের বাঘাইহাট বনানি বন বিহারে ১৮তম শুভ দানোত্তম মহান কঠিন চীবর দান’কে সামনে রেখে অনুষ্ঠান উদযাপন কমিটির নানান কর্মসুচি হাটে নেয়া হয়েছে। ইতি মধ্যে সাজানো হচ্ছে পুরো বিহার এলাকা, পুরাটন রংকে তুলে পেলে লাগানো হচ্ছে নতুন রং।

আজ বুধবার ৬সেপ্তেম্বর সকালে স্হানীয় এলাকা থেকে বাঘাইহাট বনানি বন বিহারে অর্ধশতাদিক যুব সমাজের কর্মী আগাজাও প্রাষ্টিক পলিথিন কুরিয়ে আগুনে পুরিয়ে পেলা হয়। এই সময় উপস্তিত ছিলেন বনানি বন বিহারের বিহার অধৈক শ্রদ্ধেয় কৃপারত্ন স্হবির ভান্তে, তিনি সকলের সুখ শান্তি ও মঙ্গল কামনা জানিয়ে বলেন আগামি ১০/১১ নভেম্বর ২০২৩ সালে ১৮তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উদযাপন করা হবে উক্ত পুন্যানুষ্ঠানে সকলের সার্বিক সহয়োগীতা কামনা করেন।

কাজ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয় আলোচনায় অনুষ্টান উদযাপন কমিটির সদস্য কমল চাকমা অংশ গ্রহনকারি সকল যুব সমাজের উদ্দেশ্য করে বলেন সামনে অনুষ্টান’কে সামনে রেখে আমাদের আরো অনেক কর্মসুচি হাটে নেয়া হয়েছে

তাই উক্ত কর্মসুচি সফল করতে সকলের সহয়োগীতা কামনা করেন কমল চাকমা।

বনানি বন বিহারের বিহার অধৈক কৃপারত্ন ভান্তে সবার উদ্দেশ্য করে বলেন প্লাষ্টিক, পলিথিন এটি একটি মারাত্নক ক্ষতিকারন পদার্থ যেখানে সেখানে পলিথিন প্লাষ্টিক না ফেলানোর অনুরোধ জানান।

উল্লেখ্য বনানি বন বিহারটি ২০০২ সালে স্হাপিত হয় তখনকার সময়ে বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল সুৃনম বড়ুয়া বিহারটি স্হাপনের সার্বিক সহয়োগীতা করে। বনানি বন বিহারটি ২০১০ সালে ১৯ এপ্রিল সাম্প্রদায়িক হামলায় সেটলার বাঙ্গালিদের কতৃর্ক বিহারটি পুরিয়ে পেলে দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST