ঢাকাThursday , 25 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে লোগাং বিজিবির পক্ষ থেকে ১০টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান।

দেশ চ্যানেল
September 25, 2025 2:25 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ০৩ বিজিবি লোগাং জোনের পক্ষ থেকে পানছড়ি উপজেলার দুর্গম এলাকায় অবস্থিত ১০টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: রবিউল ইসলাম, পিপিএম।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে অনুদান প্রদানকালে মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে লোগাং জোন অধিনায়ক পূজা উপলক্ষে সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সর্বাত্মক প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, “পূজায় আগত ভক্তরা যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে এবং ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।

মতবিনিময় সভা শেষে তিনি দুর্গম এলাকার বৈশাক কুমার পাড়া পূজা মণ্ডপ পরিদর্শনে যান এবং মন্দিরের প্রয়োজনীয় উন্নয়নের অংশ হিসেবে ডেউটিন প্রদান করেন।

বিজিবির এই সহযোগিতা ও মানবিক উদ্যোগকে স্থানীয় হিন্দু সম্প্রদায় আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, প্রতি বছর দুর্গাপূজাকে ঘিরে বিজিবির এই সহযোগিতা শুধু নিরাপত্তার নিশ্চয়তাই দেয় না, বরং এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST