আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রমের রৌমারীতে সেবার আলো সংঘের উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে, বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। ৫ জুন সকাল ১০ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম (শালু),
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সামসুল দোহা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার সৃতি, সাবেক ছাত্রলীগ সভাপতি মো সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী রোজাইন রাজ,রৌমারী সি,জি,জামান হাই স্কুলের শিক্ষক মোঃ রুহুল আমিন (বি,এস,সি),
আরো উপস্থিত ছিলেন ইছাকুড়ি সেবার আলো সংঘের সম্মানিত সভাপতি মোঃ শাহ আলম, ও সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান হোসেন (সোহেল), সেবার আলো সংঘের সকল সদস্য বৃন্দ, সকলে একযোগে ১১০ টি সুপারির চারা রোপন করা হয়,।যে সকল যায়গায় চারা রোপন কারা হয়। এর মধ্যে ইছাকুড়ি ঈদগাহ মাঠে ৪০টি , দক্ষিণ ইছাকুড়ি, জামে মসজিদ ও কবর স্থানে ২৫ টি , পশ্চিম ইছাকুড়ি জামে মসজিদে ১৫ টি , পুর্ব ইছাকুড়ি ঈদগাহ মাঠে ১০ টি, চর ইছাকুড়ি জামে মসজিদে ১০ টি এবং চৌরাস্তা জামে মসজিদে ১০ টি চারা রোপন করা হয়।
উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম (শালু) বলেন, ইছাকুড়ি সেবার আলো সংঘ, যে উদ্যোগ হাতে নিয়েছে, এটা অত্যন্ত ভালো কাজ, সকল ভালো কাজে সাহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি , এবং পাসে থেকে এলাকার উন্নয়নের কাজে সাথে থাকবেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সামছুল দোহা বলেন, ইছাকুড়ি সেবার আলো সংঘের মতো, প্রতিটি গ্রামে এই রকম সংগঠন হওয়া দরকার, এবং যুবক ছেলেদের কে, মাদক থেকে দুরে রেখে সমাজের উন্নয়ন মুলক ভালো কাজ করায় , সেবার আলো সংঘের সকল সদস্যদের কে ধন্যবাদ জানায়, এবং সকল কাজে সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
ইছাকুড়ি সেবার আলো সংঘের সভাপতি মোঃ শাহ্ আলম বলেন, আমাদের সংগঠনের উদ্দেশ্য হলো, দরিদ্র মানুষ কে সহযোগিতা করা,সমাজের উন্নয়ন মূলক কাজ করা,যুবক দের কে মাদক থেকে দুরে রাখা, পড়াশোনা ও খেলা ধুলায় মনযোগী করে তোলা, মাদক মুক্ত সমাজ গঠন করা এটাই আমাদের কাম্য

