ঢাকাThursday , 26 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • এবার খাদ্য দুর্নীতির অভিযোগে দুদকের বেড়াজালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।

    দেশ চ্যানেল
    December 26, 2024 9:34 am
    Link Copied!

    বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

    খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের বরাদ্দকৃত উল্লেখিত তালিকার থেকেও অধিক কম দেওয়া ও নিম্নমানের খাদ্য সরবরাহ করার অভিযোগে

    সরবরাহে অনিয়ম ও দুর্নীতির একটি অভিযোগের ভিত্তিতে হাসপাতালটির রন্ধনশালায় দুর্নীতি দমন কমিশনার (দুদক) এর উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে খাদ্য সংক্রান্ত অসংখ্য দুর্নীতির প্রমাণ মিলেছে । হাতেনাতে ধরার লক্ষ্যে এখানে রোগীদের দুপুরে যে খাবারটি দেওয়া হয়, সেটি রোগীদের বিতরণের আগেই রান্নাঘরে পরিদর্শন করেছে অভিযানিক দলটি। সেখানে সরজমিনে গিয়ে যাচাই করে দেখতে পাওয়া যায় মোট রোগীর সংখ্যা এক হাজার ৪৯৪ জন। এর মধ্যে সিঙ্গেল ডায়েট যারা (ডায়বেটিস রোগী) সেগুলো বাদ দিয়ে দুপুরে ১৩৩৫ জনের খাবার তৈরি করেছেন বলে বলা হয়। কিন্তু যাচাই করে তার বিরূপ চিত্র দেখা যায় , দুপুরে মেন্যু ছিল মুরগির মাংস, ডাল ও ভাত। গণনা করে দেখতে পাওয়া যায় , মুরগির মাংসের সংখ্যা ছিল ১০৯৪ পিস। যা প্রয়োজনীয় পরিমাণ থেকে ৩৩০ পিস কম। এ সময় দুদকের উপ পরিচালক কর্মকর্তা বলেন হাসপাতালের ডায়েট চার্ট অনুযায়ী জন প্রতি রোগীদের মাংস পাওয়া কথা প্রায় ৯৫ গ্রাম। আমরা পরিমাপ করে পেয়েছি প্রতি পিস ২৬ দশমিক ৪ শূন্য গ্রাম হয়। তার মানে হলে যে পরিমাণ মাংস পাওয়ার কথা তার চার ভাগের এক ভাগ রোগীদের দেওয়া হচ্ছে বাকি খাদ্যগুলো পরিচালক পরিষদ ও অন্যান্য কর্মকর্তা অসৎ পথে লুটপাট করে খাচ্ছে। তাছাড়া ডায়েট চার্টে উল্লেখ আছে উন্নতমানের চিকন চালের (মিনিকেট) ভাত রোগীদের দেওয়ার কথা। কিন্তু বাস্তবে এসে দেখছি, সেই চালটি দেওয়া হয়নি। দেওয়া হচ্ছে খুবই মোটা রেশনের চাল।এ সকল অভিযোগের ভিত্তিতে এবং দুর্নীতির সাথেও জড়িত থাকার দায়ে হাসপাতালের হাবিবুর রহমান নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই সময় দুদকের আরো এক কর্মকর্তা বলেন, আমরা রান্না ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি সাইকেলে কিছু মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। তাকে হাতেনাতে ধরে তার হেফাজত থেকে কাচা মুরগির মাংস ৪ কেজি ৪৯ গ্রাম, ডিম ৪৯টি, লাউ ৪টি, কলা ১৮টি, রান্না করা ভাত দুই পলি, চাল ২ কেজি, তেল, শুকনা ঝাল, কাঁচা মরিচ, পেঁয়াজ ১ প্যাকেট, পাউরুটি ৮ পাউন্ড, লবণ ১ প্যাকেট পাওয়া যায়। এসব ছিল রোগীদের জন্য। অবৈধভাবে চুরি করে এসব বাইরে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল। এখানে দায়িত্বরত যে স্টুয়ার্ড হাবিব ছিলেন, সে দুদকের অভিযানের কথা আচ করতে পেরে আগেভাগে থেকেই সেখান থেকে কৌশলে সে কেটে পড়ে । অপরদিকে আউটসোর্সিংয়ে নিয়োজিত একজন কর্মী এগুলোর বিষয়ে কোনও সঠিক উত্তর দিতে পারেননি। দুদক খুলনা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ গণমাধ্যমেকে বলেন, হাসপাতালের রোগীদের প্রতিদিন খাবারের পরীক্ষার নিয়ম আছে। সেখানে তারা পরীক্ষার জন্য আলাদাভাবে খাবার তৈরি করেন। কিন্তু রোগীদের জন্য যে খাবারটা বিতরণ করা হচ্ছে তা একই খাবার নয়, সেটি পরিমাণও এক পঞ্চমাংশ এবং মান খুবই নিম্ন। খাবার পরীক্ষার জন্য একজনের বেশি খাবার থাকার কথা না, সেখানে আমরা দেখছি ২০-২৫ জনের খাবার রাখা হয়েছে। হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. নুরুল ইসলাম বলেন, দুদকের অভিযান শুদ্ধি অভিযানের অংশ। অনিয়ম, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান অব্যাহত আছে। খুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, ২-৩ দিন হলো হাসপাতালে তিনি যোগদান করেছেন। যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

    হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, একেকজন রোগীর জন্য খাবারের বরাদ্দ ১৭৫ টাকা। সকালে ডিম, কলা ও পাউরুটি দেওয়া হয়। যেদিন রোগীদের খাবার তালিকা করা হয়- সেই তালিকা অনুযায়ী খাবার তৈরি হয় না। খুমেক হাসপাতালের পরিচালক ডা. মহসীন আলী ফরাজি বলেন, খাবারের দায়িত্বে থাকা স্টুয়ার্ড হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে উপ-পরিচালককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখানে রোগীসহ সাধারণ মানুষের অভিযোগ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি তে শুধু খাবারের ব্যাপারেই দুর্নীতি নয় এখানে ওষুধসহ দালালি থেকে আরম্ভ করে ডাক্তার নার্স এবং ওয়ার্ড বয় সকল ক্ষেত্রেই দুর্নীতির চরম লক্ষ্যে পৌঁছে গেছে। প্রতিনিয়ত বহিরাগত দালাল ও নার্স কর্তৃক প্রতারিত হচ্ছে হাসপাতালটিতে সেবা নিতে আসা অসহায় মানুষেরা। আর এ সকল দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িয়ে রয়েছে এলাকাভিত্তিক প্রভাবশালী কিছু নামধারী মস্তান ও রাজনৈতিক নেতারা। সাবেক সরকারের আমলেও এমনই দুর্নীতির অভিযোগও ছিল কিন্তু বর্তমানে শুধুমাত্র হাত বদল হয়েছে কিন্তু দুর্নীতির কোন অবসান ঘটেনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST