হারুন শেখ রামপাল(বাগেরহাট) সংবাদদাতা।।
বাগেরহাট রামপালে আজ সকাল ১১:০০ টার সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরীয়া প্রোগ্রাম অফিস এর সহায়তায় রামপাল উপজেলা বাঁশতলী ইউনিয়নের ৭-৮ ও ৯ নং ওয়ার্ডের ১২০ টি হতদরিদ্র অসহায় পরিবারের শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
উক্ত স্কুল ব্যাগ বিতরণ প্রাক্কালে উপস্থিত ছিলেন,
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল প্রোগ্রাম অফিসার নিউটন গমেজ,
রামপাল ওয়ার্ডভিশন এপি সভাপতি পারহানা ইয়াসমিন পপি,
বাঁশতলী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ড সদস্য শিকদার জিয়াউর রহমান,৮ নং ওয়ার্ড সদস্য মোঃ ইমরান হোসেন,
পূর্ব বাঁশতলী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হাফেজ মোহাম্মদ জাহিদুর রহমান, পশ্চিম বাঁশতলী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম সহ-উপকার ভোগী ১২০টি হত দরিদ্র পরিবারের সদস্য গণ এ সময় উপস্থিত থাকেন ।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম অফিসের সহায়তায় হতদরিদ্র শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ।।