ঢাকাThursday , 13 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ।

দেশ চ্যানেল
June 13, 2024 1:09 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের কালিহাতীতে নিজস্ব অর্থায়ানে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দাস পবিত্র। দাস পবিত্র বাংলা টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার কালিহাতী প্রতিনিধি।

১৩ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার এলেঙ্গা পৌরসভাস্থ সিকদার প্লাজার দ্বিতীয় তলা বাংলা টিভির অফিস থেকে কালিহাতীতে কর্মরত ৩৫ জন সাংবাদিকের মাঝে এ উপহার বিতরণ করা হয়। বিতরণী সামগ্রীর মধ্যে ছিলো,চাল,ডাল,চিনি, দুধ, সেমাই,তেল,পিয়াচ,রসুন, কিসমিস ,এলাচ,দারুচিনি ও জিরা।

বিতরণকালে উপস্থিত ছিলেন,কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশীদ আহম্মেদ আব্বাসী,মো.দুলাল হোসেন,মনিরুজ্জামান মতিন,কালিহাতী প্রেসক্লাবের সহ-সভাপতি রাইসুল ইসলাম লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা,মনির হোসেন,সাবেক ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান শেলী প্রমুখ।

এসময় দাস পবিত্র বলেন,কোন প্রাপ্তির জন্য এ বিতরণ নয়,আমি কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সদস্যদের পাশে অতীতেও ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো। শেষে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক রশীদ আব্বাসী বলেন, আসলেও কারো সাথে না মিশলে তার সম্পর্কে জানা যায়না। দাস পবিত্র’র সাথে ঘনিষ্ঠভাবে মিশে যতটুকু জানতে পারি তিনি সাংবাদিকদের বিপদ-আপদে সর্বসময় পাশে থাকে। তার ভবিষ্যত মঙ্গল কামনা করে এবং উপস্থিত সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ ও বিপদে সবাইকে একত্রে থাকার পরামর্শ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST