ঢাকাMonday , 29 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তালসার হাইস্কুলে ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

দেশ চ্যানেল
April 29, 2024 3:37 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটি গঠনে ছাত্র-ছাত্রী অভিভাবক সহ এলাকার সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ শে এপ্রিল) আঞ্চলিক পত্রিকায় স্কুল পরিচালনা কমিটি গঠনে বিজ্ঞপ্তি প্রকাশ সহ স্থানীয় ভাবে ছাত্র-ছাত্রীদের অবগত করা সহ তাদের অভিভাবকদের অবগত করতে গত ২৮-২৯ এপ্রিল স্কুলের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়। সেলক্ষ্যে ২৯ এপ্রিল স্কুল প্রাঙ্গণে স্কুল পরিচালনা কমিটি প্রনয়নের জন্য অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

 

তারই আলোকে ২৯ এপ্রিল রোজ সোমবার দুপুর থেকে অভিভাবকগন স্কুল প্রাঙ্গণে সমবেত হতে থাকে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ মাসুম রেজার পরিচালনায় অভিভাবকদের উপস্থিতিতে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য কে এম হিলারিং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ জুমার আলী, সুধীজনদের মধ্যে মোঃ শাহাজান মন্ডল, মোঃ নবী মন্ডল, মিজানুর, সুজন,জসিম হাফেজ এনামুল, পিকুল, রফিকুল, সাংবাদিক আব্দুল্লাহ বাশার, রমজান আলী সাংবাদিক ও অভিভাবক মোঃ আবুল হাসান, মোঃ আকিমুল ইসলাম সাজু, পুরুষ ও নারী অভিভাবকগণ উপস্থিত থেকে প্রাথমিক ভাবে কোন হানাহানি মনো দ্বন্দ ছাড়াই উপস্থিত অভিভাবকরা তাদের মতামত পেশ করেন এবং কোন ভোটাভুটি ছাড়াই স্কুল পরিচালনা কমিটি নির্বাচনে অভিভাবকদের মধ্য থেকে স্কুলের পুর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে চারজন অভিভাবক কে নির্বাচন করেন। অভিভাবকগণ যাদের কে মুখে বলে হাত তুলে নির্বাচন করেন তারা হলেন বাজার পাড়া মালিতা পাড়া মেটো পাড়া থেকে সাবেক ইউপি সদস্য মোঃ জুমার আলী ঘাগা গ্রাম থেকে মোঃ আবুল বাশার, উত্তর পাড়া হাজীপাড়া খালপাড়া থেকে বর্তমান ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ হাবিবুর রহমান, বাজার পাড়া বিশ্বাস পাড়া পশ্চিম পাড়া থেকে মোঃ মোতালেব হোসেন খোকন, মহিলা সদস্য হিসেবে সকল অভিভাবক মৃত মিন্টুর স্ত্রী কে সমর্থন করে স্কুল পরিচালনা কমিটি প্রনয়নে একমত পোষণ করেন উপস্থিত অভিভাবক বৃন্দ।বর্তমান আহবায়ক কমিটির প্রধান কে এম হিলারিং অভিভাবকদের মতামত পেশ করে তাদের সুখ দুঃখের কান্ডারী স্কুল পরিচালনায় যোগ্য ব্যাক্তিদের পছন্দ করে কমিটিতে অন্তর্ভুক্ত করতে যে মতামত পেশ করেন সেটার পক্ষেই তিনি অভিভাবকদের সাথে একমত পোষণ করেন। প্রধান শিক্ষক সকলের মঙ্গল কামনা করে স্বাগত বক্তব্য প্রদান করে অভিভাবকদের উক্ত মতামত পেশ করাকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST