মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে দোকান পুড়ে যাওয়া সেই প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনকে সহায়তার হাত বাড়িয়ে পাশে দাড়ালেন মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও কালকিনি উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মামুন অর-রশিদ।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে পুড়ে যাওয়া দোকানের মালিক প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনকে জেলা পরিষদ থেকে নগদ দশ হাজার টাকা এবং তার পরিবারের একমাসের চাউল,ডাল,তেল,আলু সহ নিত্যপ্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করেন। এ সময় জেলা পরিষদের সদস্য মীর মামুন অর-রশিদ এর ভাগিনা সিংগাপুর প্রবাসী সৈয়দ রানা মাহমুদ ওই প্রতিবন্ধীর দোকান ঘরটি পুনরায় নির্মাণের প্রতিশ্রুতি দেন।
জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলা সংলগ্ন সৈয়দ আতাহার আলী এবতেদায়ী মাদ্রাসা সামনে প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের মুদির দোকানটি গত রবিবার দিবাগত রাত ১১ ঘটিকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে দোকানটি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ভিক্ষাবৃত্তি না করে মুদির দোকানটি করে দুই কন্যা স্ত্রী সহ ৪ জনের সংসার চালান প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন।
মীর মামুন অর-রশিদ বলেন, প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন একটি ইতিহাস। সে প্রতিবন্ধী হয়েও যে কর্মকরে জীবিকার ব্যবস্থা করা যায়,তার একটি দৃষ্টান্ত উদাহরণ। পুনরায় তার দোকান ঘরটি নির্মাণের ব্যবস্থা করার চেষ্টা করছি।