মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১ নং হাজিনগর ইউনিয়ন পরিষদে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ইউনিয়ন পরিষদের চ পঞ্চবার্ষিকী ও বার্ষিকী উন্নয়ন পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (03 সেপ্টেম্বর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।হাজী নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম । ইএসডিও’এর কর্মীবৃন্দ। বিশেষ অতিথির বক্তব্যে প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম বলেন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন ইউনিয়ন পরিষদের জন্য আইনী বাধ্যবাধকতা রয়েছে।
তাই সঠিক সময়ে এই সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।