ছাদেক উদ্দিন্ নওগাঁ জেলা প্রতিনিধি
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় সহকারী পরিদর্শক এস. এম. জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাপাহার উপজেলা আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সাংগঠিক সম্পাদক বর্তমান কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান (বাপী), সৈয়দপুর মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সমবায় সদস্যরা উপস্থিত ছিলেন।

