ঢাকাSaturday , 1 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পার্লামেন্টারী বিতর্কের মাধ্যমে পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের যাত্রা শুরু।

দেশ চ্যানেল
November 1, 2025 9:31 am
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।

পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব’। জেলার ঐতিহ্যবাহী নজরুল পাঠাগারের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই ক্লাবের উদ্বোধন করা হয় (১ নভেম্বর) শনিবার দুপুরে।

পঞ্চগড় নজরুল পাঠাগারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। তিনি নামফলক উন্মোচনের মাধ্যমে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল এবং সঞ্চালনা করেন এ্যাডভোকেট আহসান হাবীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, নজরুল পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরে নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্যোগে পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, প্রায় ৭৯ বছর আগে প্রতিষ্ঠিত নজরুল পাঠাগারে এবারই প্রথমবারের মতো ভাষা ও বিতর্ক ক্লাব যুক্ত হলো। আগস্ট বিপ্লবের পর জেলা প্রশাসনের উদ্যোগে পাঠাগারটিকে আধুনিকায়নের ধারাবাহিকতায় এই ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। তরুণ প্রজন্মের মেধা বিকাশ, যুক্তি উপস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব গঠনে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

বক্তারা আরও বলেন, এটি একটি নতুন ও দৃষ্টান্তমূলক উদ্যোগ, যা দেশের প্রতিটি পাঠাগারে বাস্তবায়ন হলে তরুণ সমাজ আরও আলোকিত ও প্রগতিশীল চিন্তায় এগিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST