রাসেল কবির কাজিরহাট বরিশাল
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাসুম এর সাথে। ২অক্টোবর বিকাল ৪ ঘটিকার সময় কাজিরহাট থানা অস্থায়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠান হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাছুম।এ সময় ব্যারিস্টার মাছুম বক্তব্যের মাধ্যমে উল্লেখ করেন। আমি মনোনয়ন পেলে সংসদ সদস্য হলে মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করব। গরিব দুখিনী মেহনতি মানুষের পাশে পূর্ব ছিলাম। সংসদ সদস্য মনোনয়ন না পেলেও আমি সাধারণ মানুষের সুখ দুঃখে সর্বদায়ই মানুষের পাশে থাকবো। নদী ভাঙুলী এলাকায় জন্য গরীব দুঃখী মেহনতি মানুষের জন্য সর্বদাই সাহায্য সহযোগিতা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেব। তিনি আরো বলেন বিগত দিনে রাস্তাঘাট উন্নয়ন যেভাবে হয়েছে সমস্ত রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে ব্যাঘাত ঘটে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন কাজিরহাট থানা প্রেসক্লাবের যেভাবে উন্নয়ন করতে হয় সেদিকে আমার প্রধান লক্ষ্য থাকবে। আমি কয়েকটি পূজা মন্ডলে পরিদর্শন করে। এসেছি এবং সংখ্যালঘু মানুষের প্রতি সর্বদাই ভালো দৃষ্টি থাকবে। তাহাদের যেকোনো সমস্যায় আমি পাশে থাকব। সর্ব এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি কর্মকাণ্ড যাহারা করেন তাদের বিরুদ্ধে আমি সর্বসময় প্রতিহত করার চেষ্টা করব। মেহেন্দিগঞ্জ কাজিরহাট হিজলা মাদকমুক্ত এলাকাগড়তে চাই।কাজিরহাট থানা প্রেসক্লাবের মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি। এস এম শাহ আলম সাধারণ সম্পাদক। রাসেল কবির।সাংবাদিক হানিফ, তামিম হোসেন সজিব। রত্না, সুরাইয়া সহ প্রেসক্লাবের সকল সদস্য অত্র এলাকার রাজনীতির ব্যক্তিবর্গ।