জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা খেয়াঘাট (ব্রীজ সংলগ্ন, পশ্চিম পার্শ্বে) অবস্থিত নড়াইল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির নতুন অফিস শনিবার (৯ আগস্ট) শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টা উদ্বোধন করেন মেজর এস এম হারুনার রশিদ (অবঃ)।
অনুষ্ঠানে সার্জেন্ট এস এম ফরিদুজ্জামান (অবঃ) সভাপতিত্বে ও সিঃ ওয়ারেন্ট অফিসার নওশের আলমের সঞ্চালনায় প্রধান অতিথি মেজর হারুনার রশিদ (অবঃ) বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান। আমরা সকলে ওই প্রতিষ্ঠান থেকে অবসর এসেছি সুতরাং আজ আমরা এখানে একত্রিত হতে পেরে নিজের কাছে খুব ভালো লেগেছে। আমরা এখন থেকে সকলের সুখ দুঃখের সাথী হয়ে থাকবো।এসময় উপস্থিত ছিলেন মেজর আলহাজ্ব কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স (অবঃ) প্রমুখ।
উপস্থিত অবসরপ্রাপ্ত সদস্যরা জানান, এই আনন্দঘন আয়োজনে সকলের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত, স্বার্থক ও স্মরণীয় হয়ে থাকবে।