জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় ২৮ অক্টোবর মংগলবার সকাল১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে ইউনিয়ন পর্যায়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সাথে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু রিয়াদ সঞ্চালনায় ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্ময় কারি রেজমিন সুলতানা।এসময় সভায় গ্রাম আদালতের সুবিধা, গ্রাম আদালতে কোন কোন ধরনের সমস্যার সমাধান করবে তার উপর বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদয়ালয়ে প্রধান শিক্ষক মোঃ হায়াতুজ্জামান গ্রাম আদালতের আইন, সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন হিসাব সহকারীদের হাতে গ্রাম আদালতের ফরমেট ও রেজিস্টার তুলেদেন।
এসময় উপস্থিত ছিলেন মল্লিকপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মিরাজুল ইসলাম, দিঘলিয়ার কানিজ ফাতেমা লাহুরিয়ার মুক্তার রহমান সহ ১২ ইউনিয়নের সকল হিসাব সহকারী।

