ঢাকাWednesday , 22 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের কমিটি গঠন।

দেশ চ্যানেল
October 22, 2025 9:02 am
Link Copied!

জেলা প্রতিনিধি:নড়াইল

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি কেন্দ্রীয় ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।

জানা গেছে, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখায় সভাপতি মো. আনিচুর শিকদার ও নাদিম জামান মাহিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন হয়েছে।

ওই কমিটিতে চাঁদ মোহাম্মদ আজিজ খান সিনিয়র সহসভাপতি, তাজনিম রহমান বাধন, বায়জিদ সরদার, রকিবুল ইসলাম সজল, ইয়ামিন শিকদার, মিরাজুল লস্কার, রাজিব শেখ, হাদিয়ার ফকির সহ-সভাপতি, আয়াজুল ইসলাম রাতুল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তামিম ইকবাল, রোহান বিশ্বাস ইমন মোল্যা, লিমন থান্ডার, হিমন বিশ্বাস, তানজিল আহম্মেদ রিফাত যুগ্ম সাধারণ সম্পাদক, সম্রাট ঠাকুর সাংগঠনিক সম্পাদক, মোঃ রাব্বি কাজী, শাহেদ হাসান রাহাত, হামিম শেখ, হামিম মোল্যা সহ-সাংগঠনিক, জি এম মাশরাফি প্রচার সম্পাদক, মোঃ মুন্না শেখ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, তামিম শেখ দপ্তর সম্পাদক, মোছা. প্রত্যাশা ছাত্রী বিষয়ক সম্পাদক, মোস্তাকিম শেখ ক্রীড়া সম্পাদক, নুর আলী, রাহুল শেখ ও আকাশ শেখকে সদস্য করা হয়েছে।

গঠিত কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বক জেলা ছাত্রদল কমিটি বরাবর পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে কমিটি প্রকাশের পর মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় লোহাগড়া পৌর কার্যালয়ে লোহাগড়া উপজেলা, পৌর বিএনপি ও উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো. আনিচুর শিকদার ও সাধারণ সম্পাদক নাদিম জামান মাহিনসহ অন্যান্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ ও সাধারণ সম্পাদক এস. এম মশিয়ার রহমান সান্টু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, উপজেলা ছাত্রদলের আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল, আহবায়ক সদস্য সাজ্জাদ সিকদার, পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না, সদস্য সচিব সম্পাদক মো. রিফাত খান, ছাত্রনেতা শরিফুল ইসলাম লায়নসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST