ঢাকাThursday , 30 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শালিখায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

Link Copied!

রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শালিখায় শতখালী দারুল উলুম দাখিল মাদ্রাসায়-২০২৪ সালের দাখিল পরিক্ষার্থীদের শতভাগ ফলাফল অর্জন উপলক্ষে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০মে) সকাল ১১টায় শতখালী দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মোঃ ছবেদ আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ শফিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শালিখা, বিশেষ অথিতি ছিলেন আলহাজ্ব মাসুদ আলম সভাপতি মাদ্রাসা গভর্নিং বডি ও প্রোপ্রাইটার মামুন বিক্সস শতখালী, আলহাজ্ব মাওলানা মোঃ হাফিজুর রহমান (সুপার/সম্পাদক) শতখালী দারুল উলুম দাখিল মাদ্রাসা।

 

এসময় প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উত্তম মানুষদের কাছ থেকে ভালো শিক্ষা নিয়ে তাদের আলোয় আলোকিত হয়ে নিশ্চয়ই তোমরা ভালো মানুষে পরিণত হয়েছ। ১০ বছরের শিক্ষা,চরিত্র গঠন তোমাদের পরবর্তী জীবনে প্রভাব বিস্তার করবে তোমরা ভালো প্রতিষ্ঠান থেকে ভালো শিক্ষকদের কাছ থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে শতভাগ ভালো ফলাফল অর্জন করে এ প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছ। তোমাদের বিগত দিনের শিক্ষা, তোমাদের জ্ঞান তোমাদের ভবিষ্যৎ জীবনে আরো বেশি সুন্দর ভাবে প্রতিফলিত হোক। আমরা ভবিষ্যতেও তোমাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করব। তোমাদের পারিবারিক ও পরবর্তী কর্মজীবনে উত্তম আচরণ তোমাদের দ্বারা প্রকাশ পাবে এটাই সকলের প্রত্যাশা।

 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মান্নান সহকারী সুপার শতখালী দারুল উলুম দাখিল মাদ্রাসা, সহকারি শিক্ষক হাফেজ মোঃ ইউনুস আলী, মোঃ হাফিজুর রহমান, ইউপি সদস্য আব্দুল মান্নান শিকদার, শতখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাজু শিকদার, কৃতি শিক্ষার্থী হাফেজ মোঃ তাহসিন জামান।

অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন মোঃ সাইফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST