ঢাকাWednesday , 22 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাফদারপুর ইউনিয়ন পরিষদের বাজেট পেশ করলেন চেয়ারম্যান আব্দুল মান্নান ।

দেশ চ্যানেল
May 22, 2024 11:08 am
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়ন পরিষদে যোগাযোগ খাত কে গুরুত্ব দিয়ে ১ কোটি ৩৫ লাখ ৪ হাজার ৬ শ টাকার, উন্মুক্ত বাজেট পেশ করলেন চেয়ারম্যান আব্দুল মান্নান।

মঙ্গলবার (২১শে মে) দুপুরে সাফদারপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন তিনি।

জানা গেছে, যোগাযোগ খাতকে গুরুত্ব দিয়ে ১ কোটি ৩৫ লাখ ৪ হাজার ৬ শ টাকার বাজেট ঘোষণা করেন সাবদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন, সাবদারপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু সাঈদ, আব্দুল আলীম, জুলহক আলী, আক্তারুজ্জামান, ওসমান গনি, ফকির মোহাম্মদ, অমেদুল ইসলাম, আতিয়ার রহমান, মেহেদী হাসান।

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা খাতুন, ফিরোজা বেগম,কহিনুর খাতুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন, কোটচাঁদপুরের সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহউপপরিদর্শক ( এএসআই) জামিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন (টুটুল) ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ( মুক্তার), ইউনিয়ন সচিব নাসরিন খাতুন।

চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, গত বছর পেশকৃত বাজেট আমরা যথাযথ ভাবে কাজ করতে পেরেছি। আশা করছি এবারের বাজেটও আমরা সম্মলিত ভাবে কাজ করতে পারবো। সব শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বাজেট সভা শেষ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST