ঢাকাThursday , 30 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী হামলায় পা হারানো সন্তানের পিতার আর্তনাদ! বেড়ায় সংবাদ সম্মেলন।

দেশ চ্যানেল
May 30, 2024 11:52 am
Link Copied!

 আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধি:

পুর্ব বিরোধের সুত্রধরে প্রতিপক্ষদের হামলায় পা হারানো পঙ্গুত্ববরণকারী মাসুদ রানার ওপর হামলাকারীদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে মাসুদ রানার পিতা আব্দুল মজিদ মোল্লা। বৃহস্পতিবার (৩০ মে) বেড়া ইছামতি সিনেমা হলের তৃতীয় তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের হলরুমে সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করে তিনি এ পরিকল্পিত হামলার বিচার দাবি করেন। এর আগে এলাকাবাসীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এই ঘটনার যথা যোগ্য বিচার দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর এলাকার সানিলা মহল্লার বায়োবৃদ্ধ আবদুল মজিদ মোল্লা জানান, গত ২৫ মে শনিবার সকাল সাড়ে আটটার দিকে তার ছোট ছেলে বাড়ি পাশে দায়েনের মুদি দোকানে চাউল কিনতে যায়। এসময় পুর্ব বিরোধের সুত্রধরে একই মহল্লার সাউদ প্রমানিকের নেতৃত্বে জাকারিয়া, সিরাজুল, সাদ্দাম, সাকিব, সাদিক, মনজুর, মিরাজুল, শাহিনুর, হোসেন, আলামিন, ফজর, নুর আমিনসহ পনের বিশজনের একটি সন্ত্রাসী দল সংঘবদ্ধ হয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে রানার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্য চাপাটি চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে ও রানার বাড়িঘরের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। উক্ত হামলায় শিশু মহিলাসহ বেশ কয়েকজন আহত হন। এলাকাবাসী তাদের আর্তচিৎকারে ছুটে এসে মুমূর্ষু রানাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সদর হাসপাতালেও তার চিকিৎসা দেয়া সম্ভব না হলে জরুরি ভাবে ঢাকায় নেয়া হয় রানাকে। বর্তমান ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রানার জীবন বাঁচাতে ডাক্তারেরা তার একটি পা কেটে ফেলে জীবন বাঁচানোর চেস্টা চালিয়ে যাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে স্বজনেরা জানান।

এদিকে দেহ থেকে বিচ্ছিন্ন পা নিয়ে রানার স্বজনেরা বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মডেল থানা অভিযোগ মামলা দিয়েও গত পাঁচ দিনে কোন আসামি গ্রেফতার না হওয়াতে চরম আতংকে মধ্যে রয়েছেন।তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পোস্টারিং মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া-সাঁথিয়া সার্কেল) আবুল কালাম আযাদ জানান, ঘটনার পর এ বিষয়ে বেড়া থানায় একটি হত্যা চেস্টা মাললাসহ আটটি ধারায় মামলা গ্রহন করা হয়েছে। মামলা নাম্বার ১৫, তারিখ ২৫ মে। তিনি আরো জানান, আসামীরা এমন বর্বরোচিত ঘটনা ঘটিয়ে দ্রুত তাদের বাড়িঘর ছেড়ে আত্মগোপন গিয়েছে। বেড়া থানার পুলিশ/ ডিবি পুলিশ তাদের বাড়িঘর ছাড়াও তাদের আত্মীয় স্বজনদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন। উক্ত পুলিশ কর্মকর্তা আশা করেন দ্রুত সময়ের মধ্যে আসামীদের আটক করে আইনের হাতে তুলে দিতে পুলিশ সক্ষম হবেন। ন্যায় বিচার পাবে রানার পরিবার এটাই সকলের প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST