ঢাকাWednesday , 19 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভান্ডারিয়ায় সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে জনসাধারণ।

দেশ চ্যানেল
June 19, 2024 2:35 pm
Link Copied!

মোঃ ওয়াজীউল্লাহ, ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি।

পিরোজপুর জেলাধীন ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের জনসাধারণের চলাচলের একমাত্র সড়কটি (আনুমানিক) দুই মাস হয়েছে মাটি খনন করা হয়েছে অথচ এখন পর্যন্ত রাস্তার পরবর্তী কাজ করার কোন পদক্ষেপের খবর নাই। এই রাস্তাটি ইকড়ি ইউনিয়ন পরিষদ হতে ভগিরথপুর বাজারের সাথে সংযুক্ত। এই রাস্তার বেহাল অবস্থার জন্য এলাকার মানুষ দুর্বিষহ জীবন যাপন করতেছে। প্রাইমারি, হাইস্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানে আসতে হিমসিম খাচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে দেখা দিছে অভাব অনটন। রাস্তাটির সাথে অনেকের জীবিকার সম্পৃক্ততা রয়েছে। এলাকার রিকশা, ভ্যান, ইজিবাইক ও মটরসাইকেলের ড্রাইভারদের আয় কমে গেছে। মোঃ জামাল হোসেন (৩৭) তাকে প্রশ্ন করা হলে তিনি দেশ চ্যানেলকে জানায়, আমরা বিগত দুই মাস ধরে অনেক কষ্টে আছি, আমার ইনকামের একমাত্র উৎস আমার গাড়ি, রাস্তা অচল হওয়ার কারণে এখন গাড়ি চালাতে পারতেছিনা, পরিবার পরিজনদের নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করতেছি। রাস্তাটির দুই মাথা পাকা শুধুমাত্র মাঝখানের এক কিলোমিটার রাস্তার শোচনীয় অবস্থা। প্রতক্ষ্যদর্শীরা দেশ চ্যানেলকে জানায়, বর্তমানে আমরা যে অবস্থায় আছি তার চেয়ে আগেই ভালো ছিলাম। এই বেহাল অবস্থা থেকে আমরা কবে পরিত্রাণ পাবো তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। এলাকার মানুষ দেশ চ্যানেলের মাধ্যমে, (১২৮ পিরোজপুর-২) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহিউদ্দিন মহারাজের কাছে দাবি জানায়, যাতে করে দ্রুত রাস্তাটি নির্মাণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST