ঢাকাMonday , 14 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নগরকান্দায় সাংবাদিকের নামে বহুরূপী হাবিবের মিথ্যা মামলা,সাংবাদিকদের প্রতিবাদ ও নিন্দা

    দেশ চ্যানেল
    August 14, 2023 3:21 am
    Link Copied!

    মিজানুর রহমান
    নগরকান্দা – সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

    ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের মৃত আব্দুল হান্নান মিয়ার ছেলে বহুরুপী কথিত মুক্তিযোদ্ধা পরিচয়কারী হাবিবুর রহমান হারুন এর অপরাধ অপকর্মের ফিরিস্তি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করায় নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব নগরকান্দা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মিজানের নামে দেশের বিভিন্ন স্হানের থানা ও আদালতে একাধিক মিথ্যা মামলা ও অসংখ্য জিডি করে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। বহুরূপী হাবিবুর রহমান হারুন ১৯৭৯ সালে পুলিশের চাকরি করাকালীন সময় অপরাধে জড়িয়ে পড়ায় পুলিশের চাকরি চুত্য হয়।চাকরি হারিয়ে ঢাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে সাংবাদিক নেতা,আন্তর্জাতিক মানবাধিকার চেয়ারম্যান, খাদেম,পুলিশের বড় কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে দেশব্যাপী প্রতারণা ব্লাকমেইলিং অসামাজিক কার্যকলাপ করায় নারী নির্যাতন,ধর্ষন সহ তার বিরুদ্ধে থানা ও আদালতে অসংখ্য মামলা ও জিডি, এলাকাবাসীর লিখিত অভিযোগ, নিজের নামের সাথে মিল থাকায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান টাঙ্গাইল এর গভঃ রেজিঃ ১৬৮/৯৮ ব্যবহার করে নিজেকে মুক্তিযোদ্ধার পরিচয় দেওয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর লিখিত প্রতিবেদন এবং প্রশাসনিক তদন্ত প্রমানের ভিত্তিতে পত্রিকায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মিজানুর রহমান এর নামে একের পর এক মিথ্যা মামলা ও অসংখ্য জিডি করেন।সাংবাদিক মিজানুর রহমান এর নামে সিএমএম কোর্ট ঢাকা সি আর কেচ নং ৭৪/১৫ ধারা ৫০০/৫০১/৫০৬ দন্ডবিধি,বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলী আদালত ফরিদপুর ২১/১০/১৯ তারিখে মামলা করেন।মোকদ্দমা দঃবিঃ ৫০০/৫০১/১০৯ ধারা,নগরকান্দা থানার সি, আর নং ১৪৮/২০ মোকদ্দমা দঃবিঃ ৫০০/৫০১/১০৯ ধারা,নগরকান্দা থানা সি,আর মামলা নং – ১৬৭/২১ মোকদ্দমা দঃবিঃ ৫০০/৫০১/৫০৬ ধারা,নগরকান্দা থানার নন এফ আই আর প্রসিকিউশন নং- ২৮/২০২৩ তারিখ ২১/০৬/২০২৩ ইং ধারা- ৩২৩/৪২৭/৫০৬(২) পেনাল কোড, সুত্র নগরকান্দা থানার সাধারণ ডায়রী নং – ৯৬৮ তারিখ ২০/০৫/২০২৩ ইং স্মারক নং ২৪২৪ তারিখ ২২/০৬/২৩ ইং, বরগুনা থানায় হাবিবের নারী সদস্যের করা মামলা এফ আই আর নং- ২০/৪০৬ তারিখ ১৯/১২/২০২২ ইং ধারা:৩৪১/৩৩২/৩৩৫/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬(২) পেনাল কোড,হাবিবের ছোট ছেলে হাবিদুর রহমান শিশির এর করা মামলা ফরিদপুর আদালত ( সি,আর নং- ৪৭৫)তারিখ ১১/১১/২০২৩ ইং ধারা: ৫০০/৫০১/৩৪।এছাড়া দেশের বিভিন্ন থানায় নামে বেনামা দরখাস্ত ও অর্ধ শতাধিক জিডি করে এই বহুরূপী হাবিবুর রহমান হারুন। সাংবাদিক মিজানুর রহমান বলেন বিভিন্ন তথ্য প্রমানের ভিত্তিতে কথিত মুক্তিযোদ্ধা পরিচয়কারী বহুরূপী হাবিবুর রহমান হারুন এর নামে একটি সংবাদ পত্রিকায় প্রকাশ করায় একের পর এক মিথ্যা মামলা ও জিডি এবং নামে বেনামা দরখাস্ত প্রশাসনের কাছে অভিযোগ করে হয়রানি করছে।সাংবাদিক আরও বলেন ধর্ষক,প্রতারক, কথিত মুক্তিযোদ্ধা পরিচয়কারী নারী লোভী লম্পট হাবিবুর রহমান হারুন ও তার সহযোগীদের আইনের শিকলবন্দী করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।একাধিক সুত্রে জানা যায় দেশের মানুষ আজ বহুরূপী হাবিবুর রহমান হারুন ও তার চক্রের ফাঁদে পড়ে হচ্ছে হয়রানির শিকার, হচ্ছে নিঃস্ব।প্রশাসনকে তোয়াক্কা না করেই হাবিবের অপকর্মের মিশন যেন চলছে লাগামহীন গোড়ার মতোন। তার পত্র হাবিদুর রহমান শিশির কেবি মাল্টিমিডিয়া (খোকাবাবু), কেবি এম নিউজ পোর্টাল ও টিকটক করার নামে অশ্লীলতা- অপরাধমূলক কাজ করার তথ্য প্রমানের ভিত্তিতে সংবাদ প্রকাশ হয়। এবিষয় হাবিবুর রহমান হারুন এর একাধিক নাম্বারে ফোন দিলে ফোন বন্ধ রাখায় তার বক্তব্য জানা যায়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST