মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। ১৮ আগস্ট সোমবার সকাল ১১টায় হেফাজতে ইসলাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা কারী ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।
হেফাজতে ইসলাম খাগড়াছড়ি জেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দিন’র সঞ্চালনায় মতবিনিময় সভায় নবগঠিত কমিটির কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরা হয়। পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করা হয়।