রাসেল কবির কাজিরহাট থানা প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের আসলি সন্তোষপুর গ্রামের ফিরোজ নলির অটো বাইকে ব্যাটারি চুরির ঘটনায় একেই এলাকার। নাজমুল সরদার ও শাকিল সদ্দার কে গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ। মামলার সূত্রে জানা যায় গত, ১০ই সেপ্টেম্বর দুপুর আনুমানিক দুইটা ফিরোজ নলি তাহার নিজের মালিকাধীন গাড়িটা ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কালামের বাড়ির পাশে অটো বাইকটি রেখে দুপুরের খাবার খেতে যায়। অতঃপর খাবার শেষে বিশ্রাম নিয়ে বিকাল ৪ ঘটিকার সময় গাড়ির মালিক ফিরোজ নলি তাহার গাড়ির কাছে এসে, গাড়িটা চালু করলে তখন দেখে গাড়িটি চলে না। ফিরোজ নালী গাড়িটি সি উল্টে দেখে তাহার গাড়ি ব্যাটারীটি দেখা যায় না। ফিরোজ নলি ঘটনাটি এলাকার বিভিন্ন লোকের কাছে অবগত করেন। এবং ব্যাটারি করায় বিক্রয়ের বিভিন্ন দোকানে মোবাইল ফোন করে ফিরোজ নলি খোঁজখবর নিতে থাকে। ইতিমধ্যে মুলাদি বাসস্ট্যান্ডে ব্যাটারি করায় বিক্রয়ের মালিক জুয়েল অটো মালিক ফিরোজ নলির পরিচিত লোক। অতএব সে ফিরোজ নলী কে মোবাইল ফোনে জানায় দুইটি লোক আমার কাছে চোরাই ব্যাটারি ব্যক্তির জন্য এসেছে। দ্রুত সংবাদ পেয়ে ফিরোজ নলি প্রতিপায় সাক্ষীদেরকে নিয়ে মুলাদি জুয়েল এর দোকানে গিয়ে তার চোরাই বেটারি সনাক্ত করেন। এবং আসামি নাজমুল ও শাকিল সরদার কে লোকজন নিয়ে আটক করি। তাহাদের জিজ্ঞাসাবাদ করলে সত্যতা স্বীকার করেন। এবং আরো দুই তিন জন অজ্ঞাত নাম প্রকাশ করেন অতঃপর এলাকার লোকজনের সহযোগিতায় ব্যাটারি ও চোর কে নিয়ে কাজিরহাট থানায় হাজির হইয়া ফিরোজ নলি। এবং সে নিজে বাদী হয়ে একটি চুরি মামলা দায়ের করেন। অতঃপর কাজিরহাট থানা পুলিশ আসামিদেরকে আদালতে প্রেরণ করেন ।