রাসেল কবির// বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভংগা গ্রামের আশরাফ আলী বেপারীর ছোট মেয়ে আকলিমা আক্তার (আখি মনি) গতকাল শুক্রবার রাতে গলায় ওড়না দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে আকলিমা আক্তার আঁখি মনি লতা ইউনিয়নের গাবতলী বাজারে বিউটি পার্লার পরিচালনা করেন। সূত্রে জানা গেছে গাবতলী বাজার সংলগ্ন মো: ভুলু মিয়ার বিল্ডিং এ বাসা ভাড়া করে থাকে আকলিমা আক্তার আখি মনি। আত্মাহত্যার খবর কাজিরহাট থানা পুলিশ জানতে পেয়ে ভাড়াটিয়া বাসায় দিয়ে লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। এই রিপোর্ট লেখা বিস্তারিত কিছু জানা যায়নি।