ভালুকা উপজেলা প্রতিনিধি
ভালুকায় পৌর শ্রমিক দলে ভারপ্রাপ্ত সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ দলের দুর্দিনের রাজপথ কাঁপানো শ্রমিক নেতা মাহাবুল মোল্লার বিরুদ্ধে Beautiful Bhaluka নামক পেইজে একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তি হয়েমিথ্যা গায়েবী প্রভাগন্ডা ছড়িয়ে পারিবারিক সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করতে এহেন কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মাহাবুল মোল্লা।
মাহাবুল মোল্লা বলেন, আমি দীর্ঘ দিন যাবৎ সুনামের সহিত পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতেছি! দায়িত্ব গ্রহণের পর থেকে আমাকে পৌর শ্রমিকদলের পদ থেকে সরিয়ে দিতে একটি রাজনৈতিক কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে!
আমি দায়িত্ব পালনকালে এসব কর্মকাণ্ডের সাথে কখনোই জড়িত নহে কিন্তু beautiful Bhaluka পেইজের মাধ্যমে আমার বিরুদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় একটি মহল মিথ্যা বানোয়াট গায়েবী তথ্য দিয়ে নিউজ প্রকাশ করেছে আমি তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে আমি ৫ তারিখের পূর্বে ও পরে জড়িত ছিলাম যদি কেউ প্রমান সহ দিতে পারেন আমি স্বেচ্ছায় সজ্ঞানে রাজনৈতিক সকল ধরনের কর্মকাণ্ড হতে চিরতরে পদত্যাগ করবো।।
আমি অনুরোধ করছি যারা আমার বিরুদ্ধে এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন প্লিজ দয়া করে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন অন্যথায় আমি আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হইবো।