মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টা থেকে শুরু হওয়া ভার্চূয়ালি যুক্ত থেকে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর ১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত উপদেষ্টা কমিটি ঘোষণা করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সভাপতি রিয়াজুল ইসলাম।
আগামী ২ বছরের জন্য নব গঠিত উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন সাবেক কুয়েত প্রবাসী শাহজাহান সিরাজ, ইতালি প্রবাসী সবুজ আলী, সিঙ্গাপুর প্রবাসী জামিউল ইসলাম, সাবেক দক্ষিণ আফ্রিকা প্রবাসী এমডি শিমুল, সাবেক কুয়েত প্রবাসী রকিবুল ইসলাম, সাবেক সাইপ্রাস প্রবাসী শাহরিয়ার স্বপন, সাবেক সৌদি প্রবাসী হাজ্বী মোঃ ফজলুল হক, যুক্তরাজ্য প্রবাসী আবু সাঈদ তালুকদার, আমেরিকা প্রবাসী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সৌদি আরব প্রবাসী সামিউল ইসলাম, জাপান প্রবাসী ইফতেখার চৌধুরী লেমন, সাবেক সৌদি আরব প্রবাসী আমানুল্লাহ প্রামাণিক, সাবেক মালয়েশিয়া প্রবাসী মাসুদুর রহমান রাসেল।
ভার্চূয়ালি সভাপতিত্ব করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সিনিয়র সহ সভাপতি সাউথ আফ্রিকা প্রবাসী জাহাঙ্গীর আলম ।
সার্বিক সহযোগিতায় সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিন।
ভার্চূয়ালি মিটিং পরিচালনা করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি মোঃ শহীদ রানা।
উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্থ প্রবাসী পরিবার, অতিদরিদ্র পরিবার, সমাজের অবহেলিত অসুস্থ মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তা, ঈদ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ সহ সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছে সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।
এ সময় বিভিন্ন দেশ থেকে ভার্চূয়ালী যুক্ত ছিলেন অন্যান্য উপদেষ্টারা এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বালিজুড়ী বাজারস্থ মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর কার্যালয়ে ৬ জন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত উপদেষ্টা কমিটি ঘোষণার পর অস্থায়ী কার্যালয়ে মিষ্টিমুখ করা হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপদেষ্টা কমিটির সকলকে অভিনন্দন জানান এবং কার্যনির্বাহী কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা সদস্যবৃন্দ।

