মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁঃ
৮-৯ নভেম্বর ২০২৫ইং তারিখে নিয়ামতপুর উপজেলা বিআরডিবি অফিস হলরুমে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় নিয়ামতপুর উপজেলার বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বর্জ্য ও স্যানিটেশন কর্মী, গ্রাম পুলিশ ও দফাদারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বর্জ্য ও স্যানিটেশন কাজে নিয়োজিত কর্মীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে তাদের শারীরিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বর্জ্য ও স্যানিটেশন কর্মীগণ দৈনন্দিন কাজে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার, স্বাস্থ্যবিধি অনুসরণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনের সময় নিরাপদ আচরণ সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করেন।
বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণটি পরিচালনা করেন সংশ্লিষ্ট ইএসডিও কর্মীবৃন্দ। প্রশিক্ষণ শেষে উপজলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হাবিবুর রহমান, নিয়ামতপুর নওগাঁ, মহোদয়ের উপস্থিতিতে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম প্রদান করা হয়।

